বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ১০৪
শিরোনাম:
সরল হয়ে ভজ দেখি তারে
সরল হয়ে ভজ দেখি তারে
তোরে যে পাঠায়েছে
এ ভব সংসারে॥
ঠিক ভুলনা মন রসনা
এলে কড়ার করে,
সেই রকম কর, যোগাও এবার
অমূল্য ধন দিয়েরে॥
দমে নয়ন দিয়েরে,
মন সদায় থাক হুঁশিয়ারে
তোমারে দ্বিদলে জপ, থাকবে না পাপ
আসান পাবি হুজুরে॥
দেল দিয়ে তার হও তলবদার
মুর্শিদের বাগ ধরে।
কোথাব সে ধন, মিলবে লালন
শুদ্ধ ভক্তি জোরে॥