বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ১০৮
শিরোনাম:
আছে ভাবের তালা যে ঘরে।
আছে ভাবের তালা যে ঘরে
সেই ঘরে সাঁই বাস করে॥
ভাব দিয়ে খোলা ভাবের তালা
দেখবি সেই অটলের খেলা
ঘুচে যাবে মনের ঘোলা
থাকলে সেরূপ নিহারে॥
ভাবের ঘরে কি মূরতি
ভাবের লণ্ঠন ভাবের একরতি
ওমনি সেরূপ যায় সরে॥
ভাব নইলে ভক্তি কি হয়
ভাবে বুঝে দেখ মনরায়
যার যে ভাব সেই জানতে পায়
লালন কয় বিনয় করে ॥