বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১০
শিরোনাম:
  মনরে তুই ভরুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া।


মনরে তুই ভরুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
সদরে সাজ করছ ভালো
পাছ বাড়ীতে নাই বেড়া


কোন কোনায় কি হচ্ছে ঘরে
একদিন তা দেখলিনারে
পিতৃধন তোর নিল চোরে
হলিরে মন ফোকতাড়া॥

কোথা বস্তু কোথায় সে ধন
চৌকি পাহাড়া দাও হামেশাক্ষণ
কাজ দেখি পাগলের মতন
কথায় যেমন কাঠফাড়া॥

পাছবাড়ী আটেলা কর
মন চোরারে চিনে ধর
লালন বলে নৈলে তোর
থাকবে না মূল এককড়া॥