বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১১৩
শিরোনাম:
  তাকি পারবি তোরা জ্যান্তে মরা।


তাকি পারবি তোরা জ্যান্তে মরা
সেই প্রেম সাধনে,
যে প্রেমে কিশোর কিশোরী
মজেছে দুজনে


কামে থাকে নিষ্কামী যে হয়
কামরতি রয় শক্তি আশ্রয়
তার সন্ধি জানা, সে ভাব সেনা
কঠিন জীবের প্রাণে ॥

সেধেছিল অরুণের কিরণ
কমলিনী প্রফুল্ল বদন
তমনি রতি, সাধলে গতি
নিবে আকর্ষণ টেনে॥

সামর্থা আর শম্ভুরসের মান
উভয়ের মান সমানে সমান
তাই লালন ফকির ফাঁকে ফেরে
কঠিন দেখে শুনে॥