বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১১৪
শিরোনাম:
  শুনে অজানা এক মানুষের কথা।


শুনে অজানা এক মানুষের কথা
প্রভু গৌরচাঁদ মুড়ালে মাথা


হায় মানুষ কোথায় সে মানুষ,
বলে প্রভু হ'লো বেহুঁশ,
দেখে সব নদীয়ায় মানুষ
বলে না তো ॥

কোন প্রেমের দায়ে গৌর পাগল
পাগল করলে নদের সকল
রাখলো না কারো জেতের বোল
একাকার ক'রলে সেথা॥

যার চিন্তে জগৎ চিন্তে
তার চিন্তে কার চিন্তে
লালন বলে, হইল চিন্তে
কে গো আছে সেই অচিনতা॥