বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ১১৫
শিরোনাম:
না জানি কেমন রূপ সে।
না জানি কেমন রূপ সে
রূপের সৌরভে যার
ত্রিভুজন মোহিত করেছে॥
আকার কি সাকার ভাবিব
নিরাকার কি জ্যোতি রূপ
এ কথা কারে শুধাব
দোনে সৃষ্টি করলে কোথায় বসে॥
রূপ দেখিতে হয় বাসনা
কিরূপে করি সাধনা
কোথায় বাড়ি কোথায় টিকানা
রূপ মিশে রয় রূপের দেশে॥
উপদেশে গোল যদি রয়
কি বলিতে কি বলা যায়
গোলে হরি বললে কি হয়
লালন ভেবে না পায় দিশে॥