বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ১১৭
শিরোনাম:
কাছের মানুষ ডাকছ কেন সোর করে।
কাছের মানুষ ডাকছ কেন সোর করে
তুই যেখানে সেও সেখানে
খুঁজে বেড়াও কারেরে॥
হাতের কাছে যারে পাও
ঢাকা-দিল্লী কেন খুঁজতে যাও
কোন অনুসারে;
তোর মত আর হতভাগা
নাই এর সংসারে॥
বিজলী চটকের ন্যায়
থেকে থেকে ঝলক দেয়
রং মহল ঘরে;
অহর্নিশি পাশাপাশি
থেকে দিশে হয়নারে॥
ঘরের মধ্যে ঘরখানা
খুঁজে কেন তাও দেখনা
কে বিরাজ করে;
লালন বলে আমি কিরূপ
জানলে ধাঁধাঁ যেত দূরে॥