বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১১৮
শিরোনাম:
  এখনো সাধ আছে তোমার।


এখনো সাধ আছে তোমার
আ'ল ঠেলা বলে
চুল পেকে হয়েছে হুড়ো
চামড়া বুড়ো ঝুলমুলে


হেঁটে যেতে হাঁটু নড়বড়ায়
তবু যেতে সাধ মন বার পাড়ায়
চেংড়ার সুমার বুদ্ধি তোমার
ভুজ কুয়ারা জানালে॥

গায়ে ভস্ম মেখে লোকেরে দেখাও
মনে মনে মন কলাটি খাও
তোমার নাই সবুরী, চাম কুঠুরী
ছাড়বিরে তুই কোনকালে॥

মন আমার পাগলা বুড়া পীর
লালন কয় মোর বুদ্ধি রয়না স্থির
মন কি মুনাই যদি হাতে পাই
তবে কি ভুরো সিজাই অকালে॥