১২
কানাই! কার ভাবে তোর এ ভাব দেখিয়ে
ব্রজের সে ভাবতো দেখি নারে
পরণ পীত ধরা
মাথায় ছিল মোহনচূড়া
করে বাঁশিরে
আজ দেখি তোমার করয়া কোপীন সার
ব্রজের সে ভাব কোথায় রাখলিরে
দাস দাসী ত্যজিয়ে কানাই
একা একা ফিরছেরে ভাই
কাঙালবেশ ধরে
ভিখারী হলি, কাঁথা সার করলি
কিসের অভাবেরে
ব্রজবাসীর হয়ে নিদয়
আসিয়ে ভাই নদিয়ায়
কি সুখ পালি রে
লালন বলে আর
কার রাজ্য কার
আমি সব দেখি মিছেরে