বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ১২০
শিরোনাম:
আপন মনের বাঘে যাহারে খায়।
আপন মনের বাঘে যাহারে খায়
কোনখানে পালালি বাঁচা যায়॥
বন্ধ ছন্দ করিরে এঁটে
ফস করে যায় সকলি কেটে
অমনি সে জগরিয়ে উঠে
সুখপাখীরে হানা দেয়॥
মরার আগে মরতে পারে
কোন বাঘে কি করতে পারে
সেই মরাকি আবার মরে
মরিলে সে অমর হয়॥
অনুরাগী জ্যান্তে মরা
গুরুপদে মননোঙ্গর করা
লালন তমনি পতঙ্গের ধারা
অগ্নিমুখো ধেয়ে যায়॥