বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১২৫
শিরোনাম:
  আমার সাধ মিটে না লাঙ্গল চষে।


আমার সাধ মিটে না লাঙ্গল চষে
হারা হলাম দিশে


জমি করব আবাদ ঘটে বিবাদ
দুপুরে ডাকিনী পুষে॥

পালে ছিল ছয়টা এঁড়ে
দুটো কানা দুটো খোঁড়া
আর দুটো আলসে,
তাদের ধাক্কা দিলে হুঁক্কা ছাড়ে
কখন যেন সর্বনাশে॥

জমি করি পদ্মবিলে
মন মাতঙ্গ কাম শরিলে
জমি গেল খসে,
জমির বাঁধ বনিয়াদ ভেসে গেল
কাঁদি জমির কুলে বসে॥

সুইলিশ লোহার অস্ত্রখানি
ধার ওঠে না বসেগুনি
টান দিলে যায় খসে,
ফকির লালন বলে না পাগাল দিলে
সে অস্ত্র কি আসে বশে॥