বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১২৬
শিরোনাম:
  গোষ্টেতে চল হরি মুরারী।


গোষ্টেতে চল হরি মুরারী
লয়ে গোধন গোষ্টের কানন
চল গোকুল বিহারী


তুই আমাদের সঙ্গে যাবি
বনফল খেতে পাবি
আমরা মলে তুই বাঁচাবি
তাই তোরে সঙ্গে করি॥

ওরে ও ভাই কেলে সোনা
চরণে নূপুর দেনা
মাথায় মোহন চূড়া নেনা
ধড়া পড় বংশীধারি॥

যে ত্বরাবে এই ত্রিভুবন
সেই যাবে আজ গোষ্টের কানন
ঠিক রেখ মন অভয় চরণ
লালন ওই চরণের ভিখারী॥