১৩
চিরকাল জল ছেঁচে,
আমার জল মানে
না এ ভাঙ্গা নায়
এক মালা জল ছেঁচেতে গেলে
তিন মালা জোগায় তেতলায়
ছুতোর বেটার কারসাজিতে
জনম-তরীর বাইন মারা নয়
আশেপাশে কষ্ট সরল
মেঝেল কাঠ গড়াইছে তলায়
আগা নৌকায় মন সর্বক্ষণ
বসে বসে হুকুম দেয়
আবার আমার দশা তলা-ফাঁসা
জল ছেঁচা সার গুদরি গলায়
মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়
ফকির লালন বলে, মোর কপালে
কি হবে নিকাশের বেলায়