৫৬
গুরু, আজ আমার উপায় কি তাই বল,
আমি যা ভাবিলাম তা হল না,
আমার
বিফলে দিন গেল॥
দেখি তোমার পৈতা যে গলে,
তাজ মাথায় তস-বি হাতে,
বল কোন জাতির ছেলে
তোমার
কোন দিক হিন্দু কোন দিক মুসলমান
কোন পথে
তুমি চল॥
দৈবে তোমার পিতা মরিল, গোর দিবা কি দাফন করিবা
তাই
আমায় বল।
অধীন লালন বলে অচিন পাখী ধরা নাহি গেল॥