১৫

জানব হে এই পাপী হইতে।
যদি এসেছে হে গৌর
                 জীবকে ত্বরাইতে
নদীয়া নগরে যতজন
সবারে বিলালে প্রেমধন
আমি নরাধম
, না জানি মরম
                চাইলে নাহে গৌর আমা পানেতে
তোমারি সুপ্রেমেরি হাওয়ায়
কাঠের পুতলি মলিন হয়
আমি দীনহীন
, ভজন বিহীন
                অপার হয়ে বসে আছি কুপথে
মলয়ও পর্বতের উপর
যতবৃক্ষ সকলই হয় সার
কেবল যায় জানা
, বাঁশে সার হয় না
লালন পল তেমনি প্রেমশূন্য চিতে