১৫
জানব হে এই পাপী হইতে।
যদি এসেছে হে গৌর
জীবকে ত্বরাইতে
নদীয়া নগরে যতজন
সবারে বিলালে প্রেমধন
আমি নরাধম, না জানি মরম
চাইলে নাহে গৌর আমা পানেতে
তোমারি সুপ্রেমেরি হাওয়ায়
কাঠের পুতলি মলিন হয়
আমি দীনহীন, ভজন বিহীন
অপার হয়ে বসে আছি কুপথে
মলয়ও পর্বতের উপর
যতবৃক্ষ সকলই হয় সার
কেবল যায় জানা, বাঁশে সার হয় না
লালন পল তেমনি প্রেমশূন্য চিতে