২
বল বল কে দেখেছ গৌর চাঁদেরে
গোপীনাথ মন্দিরে গেলে,
আর ত এলনা ফিরে
যার লেগে কুল গেল,
সে আমাদের ফাঁকি দিল,
কলঙ্কে জগত ঘিরিল,
কেবল গো আজ আমারে
দরশনে দু্ঃখ হরে,
পরশিলে পরশ করে,
হেন চন্দ্র হয়ে উদয়,
লুকাল কোন শহরে
শুধু গৌর নয় গৌরাঙ্গ,
ধরিয়া সে সোনার অঙ্গ,
লালন বলে এবার আমি পেলাম না,
না কর্মের ফেলে