বল বল কে দেখেছ গৌর চাঁদেরে
            গোপীনাথ মন্দিরে গেলে,
আর ত এলনা ফিরে
যার লেগে কুল গেল
,
সে আমাদের ফাঁকি দিল
,
কলঙ্কে
  জগত ঘিরিল,
             কেবল গো আজ আমারে
দরশনে দু্ঃখ হরে
,
পরশিলে পরশ করে
,
হেন চন্দ্র হয়ে উদয়
,
               লুকাল কোন শহরে
শুধু গৌর নয় গৌরাঙ্গ
,
ধরিয়া সে সোনার অঙ্গ
,
লালন বলে এবার আমি পেলাম না
,
               না কর্মের ফেলে