বিষয়:
লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
২২৬
শিরোনাম: জানবো হে এই পাপী হইতে।
জানবো হে এই পাপী হইতে।
যদি এসো হে গৌর জীবকে তারিতে॥
নদীয়া-নগরে যতজন
সবারে বিলালে প্রেমধন
আমি নর-অধম, না জানি মরম
চাইলে না হে গৌর আমা পানেতে॥
তোমারি সুপ্রেমের হাওয়ায়
কাষ্ঠের পুতলি মলিন হয়
আমি দীনহীন ভজন-বিহীন
অ-পার হ'য়ে বসে আছি এ পথে॥
মলয় পর্বতেরি উপর
যত বৃক্ষ সকলি হয় সার
কেবল যায় জানা বাঁশে সার হয় না,
লালন পেল তেমনি প্রেমশূন্য চিতে॥