২৫
শাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
লীলার যার নাইরে সীমা
                কোন ছলে সে কোন রূপ ধরে
গঙ্গায় গেলে গঙ্গাময় হয়
গর্তে গেলে কূপজল হয়
                ভেদবিচারে
এমনি সাঁই অনন্ত ধারা
                জানায় পাত্র অনুসারে

আপনে ঘুরায় আপনি ঘুরি
আপনি করেন রসের চুরি
                ঘরে ঘরে
আপনি করেন ম্যাজেষ্টারি
                শাঁই আপন পায়ে বেড়ী পরে

এক হইতে অনন্ত ধারা
তুমি আমি নামে বেওর
                ভবের পরে
লালন বলে আমি কি রে
                তাই জানলে ধাঁধাঁ যেত দূরে