২৬
সাদা সোহাগিনী ফকীর সাদা যে হয়
তবে কেহ কেহ কেন বেদাত বেদাত কয়॥
যার নাম সাদা সেই তো গাহাস
কোরানে তার বলছে
‘লাহাস’
তা হলে হাদিস কেতাবে
রাগ রাগিনী দেয়॥
সব গান যদি বেদাত হতো
তবে কি ফেরেস্তায় সে তো
দেখো নবীকে মেহরাজ পথে
নৃত্য গীতে লয়॥
আদ্খোট্টা পৌনঃ বাঙালী ভাই
যত গোল বাধায়
গানের ভাব বিশেষে ফল দেবেন শাঁই
লালন ফকির কয়॥