২৮
বিনা কর্মে ধন উপার্জন
কে কর’তে
পারে॥
বাঙ্লা কেতাব সকলে পড়ে
আরবী পার্সী নাগ্রী বুলি
বাঙ্লা নিগে পাশ ক’রে॥
এক ইস্কুলের দশ জনা পড়ে
গুরুর মনে এই বাসনা
সব সমান করে!
কেউ পাছে এস আগে গেলে
পরীক্ষায় চেনা যায় তারে॥
বিশ্বম্ভর সে বিষ পান করে
তাড়োয় করে বিছে হজম
কাকে কি পারে?
লালন বলে সাধক যারা
বিষ খেয়ে জীর্ণ করে॥