২৯
প্রেম পরশ রতন
লভিবারে হেন ধন
কর হে যতন॥
প্রেমে রত যত জন
নাহি তাদের কুবচন
দ্বেষ হিংসা কদাচন
না লয় মনে কখন॥
প্রেমে সহিষ্ঞুতা করে
পর হিতে সদাই ফেরে
শত্রু মিত্রের মঙ্গল করে
সবাই তার সম জন॥
প্রেমে লোভ ক্রোধ হরে
অহংকার বিনাশ করে
দয়ামায়া গুণ ধরে
সুখ-প্রস্রবণ॥
সিরাজ শাঁইয়ের প্রেমধন
করিবারে বিতরণ
ধর লালন তাঁর চরণ
সঁপে প্রাণ-মন॥