৩০


কারে কারে লছ মাগী মাগী।
মাগীর হাত এড়াতে পারে
কোন্ বা মহাযোগী।
লো মাগীর বোঝা টেনে
তাই না বুঝে আম লোকে
বাধালো ঠক্ঠকি॥
মাগীর দায় নন্দের বেটা
বাধালো লটাপটা
মাগীর দায় মুড়িয়ে মাথা
হাল্ছে বেহাল গোপী॥
মহেশ্বর মাগীর দাসী
মাগীর দায় শিব শ্মশানবাসী
সিরাজ শাঁ কয় লালন তুমি
কিসের বৈরাগী॥