৩২
চাষার কর্ম হালে রে ভাই
              
লাঙ্গল বইতে মানা।
জমির চাষ না দিলে ঘাস মরে না
            
ফলে কাশে বেনা॥
অনুরাগের চাষা য়ে
            
প্রেমের কর চাষ
            
তাতে শুকাইবে ঘাস
(
জমিতে) নীর পড়িবে কৃষি হবে
             
লে যাবে সোনা॥

সাগু কাঠের লাঙ্গল বান্ধ
             
ক্ষ্যান্ত কাঠের ইশ
তাতে থাকবে নাকো বিষ
লালন বলে ওরে চাষা
             
চাষের কাম ছেড় না॥