৩৩
মণি তুই
স্নে শ্মশানবাসী-
কাম লীলা
               
কর্না সাধন মনের মতন
               
পাবি হারাধন পূ্র্ণ শশী॥

কস্তুরীর গন্ধ অতি
ভাবে ভূমন্ডে সতী
ক্ষিন্ন হয়ে নারীর রতি
             
ভক্তি করে অতি।
(
তারা) পুরুষেরে ভাল বাসে
             
দিয়ে মিষ্ট হাসি-
সতী নারীর পতি যেমন
আকাশেতে উদয় শশী॥

কস্তুরী সুধা মিলে
যাও ভবে হেসে খেলে
পরশে পরশ মিলে
             
পূর্ণ হলে শশী।
(
মণি) তুই রে আমার কামের শিষ্য
             
হস্তে লয়ে বসি
কাম রূপেতে আছে সে কাম রে
আয়না এবার দেখে আসি॥

সিরাজ শাঁ কয় লালনেরে
শোন্ লালন কই রে তোরে
আর, কিছু না মোরে
             
তোরে ভালবাসা
(
তোরে) বিনা কামে ভাল বেসে
             
যৌবন বাসি।
(
আমি) আর তোরে বাসবনা ভাল
করিস্ না তুই দ্বেষাদেষি॥