৩৪
সত্য
বল
সুপথে
চল
ওরে
আমার
মন
সত-সুপথ
না
চলিলে
পাবেনা
মানুষ
দরশন॥
খরিদ্দার
মহাজন
যে
জন
তার
বাট্
খারাতে
মন
সে
আসলে
করে
ক’ম।
(আবার)
গদীয়ান
মহাজন
যে
জন
(সে)
ব’সে
কেনে
প্রেম-রতন॥
পরের
দ্রব্য
পরনারী
হরণ
ক’রো
না
কখন
পারে
যেতে
পারবে
না
মন
মহাজনের
বচন।
যতবার
করিবে
হরণ
ততবার
লইবে
জনম॥
লালন
ফকীর
আসলে
মিথ্যে
ঘুরে
বেড়ায়
তীর্থে
তীর্থে
না
চিনে
আপন
ভুবন।
সই
পারলে
না
এক
মন
দিতে
আসলেতে
প’ল
ক’ম॥