৩৫
আজব
রং
ফকিরী
সদা
সোহাগিনী
শাঁই
(তার)
চুড়ি
শাড়ী
ফকিরী
ভেক
কে
বুঝিয়ে
তাই॥
সর্বকেশী
মুখে
দাঁড়ি
পরণে
তার
চুড়ি‒শাড়ী
কোথা
হইতে
এল
সিঁড়ি
জেন্তে
উচিত
চাই॥
ফকিরী
গোরোর
মাঝার
দেখ
হে
করিয়ে
বিচার
সদা
সোহাগী
সবার
আধ্
গোরো
শুনতে
পাই॥
সদা
সোহাগীর
ভাবে
প্রকৃতি
হইতে
হবে
লালন
কয়
মন
পাবি
তবে
ভব‒সমুদ্রে
ঠাঁই॥