৩৬
ভজিতে
উচিত
বটে
ছড়ার
হাঁড়ি
যাতে
পবিত্র
করে
ঠাকুর
বাড়ী॥
ঐ
ছড়ার
হাঁড়ির
জল
কখনো
হয়
পরশ
ফল
কখনো
তায়
ছুঁস্নে
বলে
করে
আড়ি॥
চণ্ডীমণ্ডপালয়
সর্বদা
আসে
আর
যায়
ছড়ার
নুড়ি॥
কখনো
তায়
বা’র
বাড়ী
রাখিয়া
আসে
ছু’ড়ি॥
ঐ
ছড়ার
হাঁড়ির
মত
র’য়েছে
এক
বিষম
তত্ত্ব
ফকীর
লালন
বলে
জাগায়ে
দ্যাখ্
বুদ্ধির
নাড়ী॥