৩৮

পাখী কখন জানি উড়ে যায়।
বদ্ হাওয়া লেগে খাঁচায়॥

খাঁচার আড়া সে
পাখি আর দাঁড়াবে কিসে
ভাবনা ভাব্ছি বসে
চমক-জরা বইছে গায়॥

ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচা কেবা পাখী
আমার এই আঙ্গিনায় থাকি
             
আমারে মজাতে চায়॥

আগে যদি যেত জানা
জঙলা কভু পোষ মানে না
তবে উহার প্রেম রতাম না
             
লালন ফকীর কয়॥