৩৯

আমার ঘরের চাবি পরের হাতে।
কেমনে খুলিয়ে সে ধন দেখব ক্ষেতে॥

আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনা-দেনা
আমি লেম জন্মকানা
             
না পাই দেখিতে॥

রাজী লে দারোয়ানী
দ্বার ছড়িয়ে দেবেন তিনি
তারে বা কই চিনি-শুনি
             
বেড়াই কুপথে॥
এই মানুষে আছে রে মন
যারে বলে মানুষ রতন
লালন বলে গেয়ে সে ধন
              
পারলাম না চিনতে॥