ব্রজনীলে একি নীলে
                  কৃষ্ণ গৌপীকারে জানাইলে
যারে নিজ শক্তিতে গঠলে নারয়ণ
,
আবার গুরু বলে ভজলে তার চরণ
,
                   এ কি ব্যবহার,
                   শুনতে চমৎকার,
                   জীবের বোঝা ভার ভূমন্ডলে
নীলে দেখিয়ে কম্পিত ব্রজধাম
,
নারীর মান ঘুচাইতে যোগী হল শ্যাম
,
                   দুর্জ্জয় মানের দায়,
                   বাকা শ্যাম রায়,
                   নারীর পাদপদ্ম মাথায় নিলে
এ জগতের চিন্তা শ্রী-হরি
,
আজ কি নারীর চিন্তা হলেন গো হরি
,
অসম্ভব বচন ভেবে কয় লালন
,
                   রাধার দাসখতে সাঁই বিকালে