বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা: ৪১

শিরোনাম:
সে চাঁদ কেউ দেখতে পায়।


সে চাঁদ কেউ দেখতে পায়।
অমাবস্যা নাই সে চাঁদে
দ্বিদলে তার কিরণ ধায়


বিন্দু মাঝে সিন্ধু বারি
মাঝাখানে তার শূণ্য গিরি
অধর চাঁদের শূন্য পুরী
সেহি তো তিল প্রমান জা’গায়


যেথা রে সে চন্দ্র ভুবন্
দিবারাতের নাই আলাপন
কোটি চন্দ্র যিনি কিরণ
বিজলী সন্চার সদায়


দরশনে দুঃখ হরে
দরশনে হরষ করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায়