লালনের গান
              ৪১৭
 

আপন ঘরের খবর নে না
অনায়াসে দেখতে পাবি
কোনখানে তার বারামখানা

কোমল কোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি
সেখানে পড়ে ফুলি
        মধু খায় সে অলিজনা

সুক্ষ্মজ্ঞান যার ঐক্যমুখ্য
সাধকের উপলক্ষ
অপরূপ তার বৃক্ষ
        দেখলে চোখে পাপ থাকে না

শুকনো নদীর সুখ সরোবর
তিলে তিলে হয়গো সাঁতার
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কি কারখানা

শিল্পী: ফরিদা পারভিন
তাল: দ্রুত দাদরা 
বিষয়াঙ্গ: আত্ম-দর্শন
সুরাঙ্গ: বাউল