৪২
শাঁই আমার কখন খেলে কোন খেলা
জীবের কি সাধ্য আছে
গুনে-প’ড়ে
তাই বলা॥
কখনো ধরে আকার
কখনো হয় নিরাকার
(কেউ) বলে সাকার কেউ নিরাকার
অপার ভেবে হই ঘোলা॥
অবতার অবতারি
এ তো সম্ভবে তারি
দেখ্ রে জগৎ ভরি,
এক চাঁদে হ্য় উজ্জলা॥
ব্রহ্মাণ্ড ভাণ্ড মাঝে
শাঁই বিনে কি খেলা আছে
লালন কয় নাম ধরে সে
কৃষ্ণ করিম কালা॥