৪৩
খেলতেছে মনের মানুষ নীরে ক্ষীরে।
আপন আপন ঘর
                খোঁজ মন আমার
কেন ঘুরে বেড়াও অন্ধকারে

নীর
নদীতে ডুবা বিষম দায়
ডুবলে কত আজব দেখা যায়
সেথা নীর ভাণ্ড
                পূর্ণ ব্রহ্মণ্ড
কাণ্ড দেখে মোর নয়ন ঝরে


শূণ্য দেশে মেঘের উদয়
নীরদ বিন্দু বরিষণ হয়’
সেথায়
                রঙ-বেরঙ ফল
আজব কুদরতি কল ভবের ‘পরে

ইন্দ্র-ডংকা নাই সে রাজ্যে
সহজ মানুষ ফিরছে সহজে
সিরাজ শাঁর চরণে
                ভেবে কয় লালন
(তারে) দেখলে জীবের ধান্দা সারে