৪৫
ঐ গোরা কি শুধুই গোরা
ওগো নাগরী।
থেকে থেকে চাইছে দেখ
কেমন ছিরি॥
নয়ন দুইটি বাঁকা বাঁকা
মনে যেন দিচ্ছে দেখা
ব্রজের হরি॥
না জানি কোন ভাব ল’য়ে
এসেছে শ্যাম গউর হ’য়ে
ক’দিন
বা দেখবে যারা
সৌভাগ্য তাদের-ই॥