৪৬          
রাধার তুলনা পীরিত
সামান্য কেউ যদি করে।
মরে বা না মরে পাপী
অবশ্য যায় ছারে খারে


কোন্ প্রেমে সে ব্রজপুরী
বিভোর কিশোর কিশোরী
কে পাইবে গম্ভ তারি
কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে


যায় না

আত্মা রূপে কর্ত্তা হরি
নিষ্ঠা হ
লে মিলবে তারি
                                ঠিকানা
বেদ-বেদান্ত প
ড়বি যত
বাড়বে তত লক্ষনা

দেহ অমৃত নদীতে সুধা
সেই সুধা পান করিল
                ক্ষুধা তৃষ্ণা রয় না
ফকীর লালন ম

জলে পিপাসায় রে
কাছে থাকতে নদী মেঘনা