৪৯
শুদ্ধ প্রেম রসিক বিনে
                কে তারে পায়।
যার নাম আলেক মানুষ
                আলেকে রয়


রসিক রস অনুসারে
নিগূঢ় ভেদে জান্‌তে পারে
রতিতে মতি ঝরে
                মুল খণ্ড হয়

নীরে নিরঞ্জন আমার
অর্ধ্ব লীলা ক
রলেন প্রচার
লে আপন জন্মের বিচার
                সব জান যায়

আপনার জন্মলতা
খোঁজ তার মূলটি কথা
লালন বলে হবে সেথা
                শাঁইর পরিচয়