৫
আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না
পড়বি গোলে
আগে জানগা কালুল্লা, আনাল হক আল্লা
যারে মানু্ষ
বলে;
পড়ে ভূত এবার, হস্ নে মন আমার
একবার দেখ না প্রেম নয়ন খুলে
আপনি সাঁই ফকির, আপনি ফিকির
ওসে লীলার
ছলে;
আপনার আপনি, ভুলে সে রব্বানী
আপনি ভাসে আপন প্রেম-জলে
লাইলাহা তন ইল্লাল্লা জীবন
আছে প্রেম যুগলে
লালন ফকির কয়, যাবি মন কোথায়
আপনার আপনি ভুলে