৫০
সদাই সে নিরঞ্জন নীরে ভাসে।
যে জানে সেই নীরের খবর
নীর ঘাটায় সে খুঁজলে পাবে
                                  অনায়াসে

বিনা মেঘে নীর বরিষণ
করিতে হয় তার অন্বেষণ
যাতে হ
ল ডিম্বুর গঠন
থাকিয়া আবিম্ব স্তম্ভবাসে


যেথা নীরের হয় উৎপত্তি
সেই স্থানে জমে শক্তি
মিলন হ
লে উভয় রতি
বসে তখন নৈরাকারে এসে


নীরে নীরঞ্জন অবতার
নীরেতে সব করে সংহার
সিরাজ শাঁই তাই কয় বারে বারে
দেখ না লালন আপ্ত-তত্ত্বে বসে