লালনের
গান
৫০১
অবিশ্বাসে পায়নারে সে
মানুষ নিধি, এই মানুষে মিলিত
মানুষ চিনতাম যদি।
অধর চান্দের যতই খেলা
সর্ব উত্তম মানুষ লীলা
তাই না বুঝে মন হলি ঘোলা
হলি মানুষ বিবাদী।
যে অঙ্গে অভয় মানুষ
চিনলি নারে মন বেহুশ
মানুষ ছাড়া নাইরে মানুষ
মানুষ অনাদীর আদি।
দেখে মানুষ চিনলাম নারে
কেবল মাত্র মায়ার ফেরে
লালন বলে এ দিন পরে
যেন ঘটে কোন গতি।
গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৪৯