লালনের
গান
৫০৩
সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমনে॥
প্রেম সাধিতে ফঁপড়ে উঠে প্রেম নদীর তুফান॥
প্রেম রত্ন ধন পাবার আশে
ত্রিবেণীর ঘাট বাধলাম কসে
কাম নদীর এক ধাক্কা এসে
কেটে যায় বাধন ছাদন॥
বলব কি সেই প্রেমের কথা
কাম হয়েছে প্রেমের লতা
কাম বিনা প্রেম যথা তথা,
কৈ হয় আগমন॥
প্রেম পিরিতি পরম পতি
কাম গুরু হয় নিজ
পতি
কাম বিমে প্রেম
পায় কি গতি,
কয় ফকির লালন॥
গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫০