লালনের গান
              ৫০৪

শুদ্ধ প্রেম রসের রসিক মেরে সাঁই॥

        গণিলে পড়িলে কি তারে পাই॥

রোজা পূজা করলে পরে,

আত্ম সুখের কার্য্য হয়রে

সাঁইর খাতায় কি সই পড়িবে,

                মনে ভাব তাই॥

ধ্যানি জ্ঞানী মানী জনা

সাধুর খাতায় সই পড়ে না

প্রেম প্রাপ্তির উপাসনা, বেদে নাই।

প্রেমে পাপ হয় কি পূণ্য হয় রে

            চিত্রগুপ্ত লিখতে নারে॥

সিরাজ সাঁই কয় লালন তোরে তাই জানাই॥

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫০