লালনের গান
              ৫০৫

আমি ওই চরণে দাসের যোগ্য নই

নইলে মোর দশা কি এমন হয়।

ভাব জানি নে প্রেম জানি নে

        দাসী হতে চাই চরণে

ভাব দিয়ে ভাব নিলে মনে

        সেই সে রাঙ্গা চরণ পায়॥

নিজগুণে পদার বিন্দু

চরণ দেন যদি সাঁই দীনবন্ধু

তবে তরি ভব সিন্ধু

        আর তো না দেখি উপায়॥

অহল্যা পাষাণী ছিল

প্রভুর চরণ ধূলায় মানব হলো

লালন পথে পড়ে রল

এবার যা করে সাঁই দয়াময়॥

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫০-৫১