লালনের গান
                  ৫০৬

আমি একদিনও না দেখলাম তারে।

আমার বাড়ীর কাছে আরশী নগর

(সেথা) এক পড়শী বসত করে॥
 

গেরাম বেড়ে অগাধ পানি,

ও তার নাই কিনারা নাই তরণী পারে

বাঞ্ছা করি দেখবো তারি,

(আমি) কেমনে সেথা যাইরে॥
 

কি বলব সেই পড়শীর কথা

ও তার হস্ত-পদ-স্বন্ধ-মাথা নাই রে

ক্ষণেক থাকে শূন্যের উপর,
(ও সে) ক্ষণেক ভাসে নীরে॥
 

পড়শি যদি আমায় ছুঁতো,

যম-যাতনা যেতো দূরে॥

সে আর লালন একখানে রয়,

(তবু) লক্ষ যোজন ফাঁক রে॥

 

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫১।
তাল: দাদরা
বিষয়াঙ্গ: পরমাত্মা-তত্ত্ব
সুরাঙ্গ: বাউল