লালনের গান
              ৫০৭

হীরে লাল জহুরের কুটি

আছে এই মানুষ ধড়ে

        দেখ রে মন হবে খাঁটি॥

যেমন গাভীর ভাণ্ডে গোরচনা

গাভী তার মর্ম জানে না

হসনে যেন তেমনি মনা

        বলো বার পান্তি॥

যেমন সর্পের মাথায় মণি

ব্যাঙ্গা খায় রে তেমনি

মেওয়া ছেরে অমনি

        খাসনে যেন মাটি॥

দিয়েছে যে ধন সাঁই

কেড়ে নিতে দেরী তো নাই

লালন বলে খোঁজ তাই

        ঘরের ছুড়ান কাটি॥

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫১-৫২