লালনের
গান
৫০৮
আমি তো নইরে আমার সকলি পর
আমি আমার না।
কার কাছে কই রে আমি
আমি বলতে আমার না ॥
আমি যদি আমার হতাম
কুপথে নাহি যেতাম
সরল পথে থেকে মন
দেখতাম আপন কলকারখানা॥
আমি এলাম পরে, পরে
পরের নিয়ে বসত করে
আজ আমার কেউ নাই রে
পরের সঙ্গে দেখাশুনা॥
পরের সঙ্গে দিন কাটালি
ভেবে কয় ফকির লালন
ভাবলাম পরের ভাবনা॥
গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫২