লালনের গান
              ৫০৯

আজব আয়নামহল মণি গভীর,

সেই সতত বিরাজে শাঁইজী মেরে॥

            পূর্ব দিকে রত্নবেদী

তার উপর খেলছে জ্যোতি

যে দেখেছে ভাগ্য গতি

            সচেতন সে সব খবরে॥

জলের ভিতর শুকনো জমি

আঠার মোকাম তার কায়েমি,

নিঃশব্দে শব্দের উদগামী,

সে মোকামের 'খবর' জানগে যা রে॥

মনিপুরের ঘাটে মনোহারী কল

তেহাটা ত্রিবিনে তায় বাঁকা নল

মাকড়শার আশে বন্দী সে জল

লালন বলে সন্ধি বুঝবে কে রে॥

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫২-৫৩।