৫১

আজো শাঁই ক
রছেন জারী
                ব্রহ্মাণ্ডেরপর
                                  সে রূপ লীলে।
নৈরাকারের অর্থ ভারি
আমি কি তাই ব
লতে পারি
কিঞ্চিৎ প্রমাণ তারি
                  শোণিত আর শুক্রে
আবিম্ব উৎপত্তি নীরে
ড়েছে যে নৈরাকারে
ডিম্ব রূপে হয় গো তার
                                সৃষ্টি রসুলে

আপ্ত তত্ত্বে আপনি কানা
মিছে করি পড়াশুনা
লালন বলে যাবে জানা
                আপনারে চিনিলে