লালনের গান
              ৫১০

আজ আমায় কৌপীন দে গো ভারতী গৌঁসাই॥

কাঙ্গাল হব মেঙ্গে খাব

            রাজরাজ্যের আর কার্য্য নাই॥

এমন যদি নাই পারি

ভিক্ষার ছলে বলব হরি

এই বাসনা মনে করি

            বলিব নাম ঠাঁই অঠাঁই।

সাধু শাস্ত্রে জানা গেল

সুখ চেয়ে সোয়াস্তি ভাল

কাই বা না খাই সে নিষ্কলহ

            তাতে যদি মুক্তি পাই॥

স্বপ্নে যেমন রাজ রাজ্য পায়

ঘুম ভাঙ্গিলে সব মিথ্যা হয়

এমনি জান সংসারময়

            লালন ফকির কেঁদে কয়॥

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫৩