লালনের
গান
৫১২
আহ মরিরে মরিরে মরিরে
তিন গর্ভে আছেরে এক ছেলে॥
ছেলে সবারে কয় মনের কথা
আমায় কয়না প্রাণ গেলে॥
আছে তিন জনা নারী তারা বড়ই সুন্দরী
হারে যেমন মাতা তেমন ছেলেরে
ছেলের হয় কঠিন ফকিরী
আবার বিনা বীজে ছেলেরে পয়দা রে
ভোলামন বীজ বিনা ফলে।
যাদের মোটা নজর হয়
ছেলে পলকে হারায়
আবার চিকন নজর হলে ছেলে॥
তারাই ধরতে পায়
ও ছেলে তীক্ষ্ণ কথা তীক্ষ্ণ বুদ্ধিরে
আবার তীক্ষ্ণ নয়ন মেলে
লালন শাহ ফকিরে বলে॥
ছেলে ধরব ধরব ধরব বলে
মনে করিরে আবার সাধন ভজন ছাইড়া
দিয়া ধরি ছেলের পায়
মনে করিয়ে আবার ইচ্ছা হয় করি কোলে॥
গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫৪